BCS preparation part 1 ০১ . বর্তমানে বাংলাদেশে স্থলবন্দর কতটি ? উত্তরঃ ২১টি । [ সর্বশেষ স্থল বন্দর - শেওলা , সিলেট ] ০২ . কোন বছর আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ? উত্তরঃ ১৭৭৬ সালে । ০৩ . ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করে কোন বাংলাদেশী ? উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ । ০৪ . বাংলাদেশে বিনিয়োগকারী সর্ববৃহৎ বিদেশী সংস্থা ' ইয়ংওয়ান ' কোন দেশের ? উত্তরঃ দক্ষিণ কোরিয়া । ০৫ . উইকিলিকস্ কোন দেশের রাজনৈতিক দল ? উত্তরঃ অস্ট্রেলিয়া । ০৬ . বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে ? উত্তরঃ ডেটন চুক্তি । ০৭ . আল - জাজিয়া স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত ? উত্তরঃ কাতারে । ০৮ . বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত ? উত্তরঃ ইস্তাম্বুল । ০৯ . ' রাজবাড়ী ' জেলার পূর্ব নাম কি ছিল ? উত্তরঃ গোয়ালন্দ । ১০ . ' স্বপ্নাতুর কবি ' বলা হয় কাকে ? উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী কে ।
Bangla famous Literature works
জীবনানন্দ দাশের -এর রচনা
উপন্যাসঃ
সতীর্থ
জলপাই হাটি
কল্যানী
মাল্যদান
প্রবন্ধঃ
কবিতার কথা
কাব্যঃ
রুপসী বাংলা
বনলতা সেন
ধূসর পান্ডুলিপি
ঝরাপালক
বেলা অবেলা কালবেলা
সাতটি তারার তিমির
মহা পৃথিবী
প্রবন্ধ,উপন্যাস সহজে মনে রাখার উপায় : সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল
কাব্য সহজে মনে রাখার উপায় : এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল
মীর মশাররফ হোসেন-এর রচনা
প্রহসনঃ উপন্যাস: নাটকঃ
ভাই ভাই এই তো চাই
একি
এর উপায় কি
ফাঁস কাগজ রত্নাবতী বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
বিষাদসিন্ধু
গাজীমিয়ার বস্তানী
বাঁধা খাতা
উদাসীন পথিকের মনের কথা বেটা বসন্ত জমিদার
বেহুলা গীতাভিনয়
টালা অভিনয়
বসন্ত কুমারী
জমিদার দর্পন
প্রহসন মনে রাখার সহজ উপায় : ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
উপন্যাস মনে রাখার সহজ উপায় :রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।