BCS preparation part 1 ০১ . বর্তমানে বাংলাদেশে স্থলবন্দর কতটি ? উত্তরঃ ২১টি । [ সর্বশেষ স্থল বন্দর - শেওলা , সিলেট ] ০২ . কোন বছর আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ? উত্তরঃ ১৭৭৬ সালে । ০৩ . ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করে কোন বাংলাদেশী ? উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ । ০৪ . বাংলাদেশে বিনিয়োগকারী সর্ববৃহৎ বিদেশী সংস্থা ' ইয়ংওয়ান ' কোন দেশের ? উত্তরঃ দক্ষিণ কোরিয়া । ০৫ . উইকিলিকস্ কোন দেশের রাজনৈতিক দল ? উত্তরঃ অস্ট্রেলিয়া । ০৬ . বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে ? উত্তরঃ ডেটন চুক্তি । ০৭ . আল - জাজিয়া স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত ? উত্তরঃ কাতারে । ০৮ . বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত ? উত্তরঃ ইস্তাম্বুল । ০৯ . ' রাজবাড়ী ' জেলার পূর্ব নাম কি ছিল ? উত্তরঃ গোয়ালন্দ । ১০ . ' স্বপ্নাতুর কবি ' বলা হয় কাকে ? উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী কে ।
বাংলা সাহিত্য
ও
বাংলা ২য় পত্র
১। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. দীনবন্ধু মিত্র গ. প্রমথ চৌধুরী ঘ. আবুল ফজল
২। বাংলা সাহিত্যের নাট্যকর্মে প্রথম গণমুখী নাটক কোনটি?
ক. নীলদর্পণ খ. সধবার একাদশী গ. কবর ঘ. কপালকুণ্ডলা
৩। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সৈয়দ মুজতবা আলী ঘ. মুনীর চৌধুরী
৪। ‘বিষাদ সিন্ধু’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. আত্মজীবনী
৫। ‘অব্যক্ত’ প্রবন্ধগ্রন্থটির লেখক কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. জগদীশচন্দ্র বসু গ. মুহাম্মদ এনামুল হক ঘ. জহির রায়হান
৬। ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. শওকত ওসমান খ. প্রমথ চৌধুরী গ. আবু ইসহাক ঘ. দীনবন্ধু মিত্র
৭। ফোকলোর কথাটির উদ্ভাবক কে?
ক. উইলিয়াম থমস খ. দীনেশচন্দ্র সেন গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. মনসুর বয়াতি
৮। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির লেখক কে?
ক. মুনীর চৌধুরী খ. আতাউর রহমান খান গ. আবুল মনসুর আহমদ ঘ. আবু ইসহাক
৯। নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নয়?
ক. চাঁদের অমাবস্যা খ. বহিপীর গ. কাঁদো নদী কাঁদো ঘ. ক্রীতদাসের হাসি
১০। ‘যুগসন্ধিকালের কবি’ বলা হয় কাকে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. কায়কোবাদ গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. ফররুখ আহমেদ
১১। ‘ছন্দের জাদুকর’ কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. জীবনানন্দ দাশ
১২। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে?
ক. শাহ মুহম্মদ সগীর খ. আলাওল গ. আব্দুল হাকিম ঘ. কায়কোবাদ
১৩। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’।—এ পঙিক্তর লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. দ্বিজেন্দ্রলাল রায় ঘ. শামসুর রাহমান
১৪। ‘সাতটি তারার তিমির’—গ্রন্থটির লেখক কে?
ক. জীবনানন্দ দাশ খ. কামিনী রায় গ. সতেন্দ্রনাথ দত্ত ঘ. জসীমউদ্দীন
১৫। ‘বীরবল’ ছদ্মনামটি কোন সাহিত্যিকের?
ক. মুনীর চৌধুরী খ. প্রমথ চৌধুরী গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
১৬। ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটির লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন গ. সুফিয়া কামাল ঘ. শওকত ওসমান
১৭। ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’—এই কালজয়ী গ্রন্থটি কে সম্পাদনা করেছেন?
ক. দীনেশচন্দ্র সেন খ. মুহম্মদ শহীদুল্লাহ গ. মোতাহের হোসেন চৌধুরী ঘ. মুনীর চৌধুরী
১৮। বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ ‘বর্ণ পরিচয়’-এর লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. প্রমথ চৌধুরী ঘ. আব্দুল্লাহ আবু সায়ীদ
১৯। নিচের কোনটি মুনীর চৌধুরী লিখিত গ্রন্থ?
ক. মুখরা রমণী বশীকরণ খ. মানব জীবন গ. চাঁদের অমাবস্যা ঘ. শবনম
২০। ‘ডাকঘর’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. কবিতা গ. উপন্যাস ঘ. প্রবন্ধ।
সঠিক উত্তর:
১। ক ২। ক ৩। ক ৪। ক ৫। ক ৬। খ ৭। ক ৮। গ ৯। ঘ ১০। ক ১১। ক ১২। ক ১৩। গ ১৪। ক ১৫। খ ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। ক ২০। ক।
১। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক) ৩৯টি খ) ৩৭টি গ) ৪০টি ঘ) ৪১টি
২। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক) ২৫টি খ) ১১টি গ) ২৭টি ঘ) ১৩টি
৩। সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?
ক) সমাস খ) সন্ধি গ) প্রকৃতি ঘ) উপসর্গ
৪। ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী?
ক) বিশেষভাবে বিশ্লেষণ খ) সবিশ্লেষণ গ) সঠিক বিশ্লেষণ ঘ) ধ্বনি বিশ্লেষণ
৫। ‘আদালত’ শব্দটি কোন ভাষার?
ক) আরবি খ) বাংলা গ) গুজরাটি খ) পাঞ্জাবি
৬। ‘দারোগা’ শব্দটি কোন ভাষার?
ক) তুর্কি খ) মিয়ানমার গ) মিশ্র ঘ) ওলন্দাজ
৭। ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
ক) মহ+আর্ষি খ) মহা+ঋষি গ) মহা+অর্ষি ঘ) মহো+ঋষি
৮। ‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?
ক) দ্বিতীয় তৎপুরুষ খ) বহুব্রীহি গ) দ্বিগু ঘ) কর্মধারয়
৯। বাংলা উপসর্গের সংখ্যা কয়টি?
ক) ২৫টি খ) ২১টি গ) ২০টি ঘ) ২২টি
১০। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয় তাকে কী বলে?
ক) সর্বনাম পদ খ) বিশেষ্য পদ গ) ক্রিয়াপদ ঘ) অব্যয়
১১। ‘যা ক্রিয়া সম্পাদন করে’ তাকে কী বলে?
ক) কারক খ) ক্রিয়াকাল গ) ক্রিয়াপদ ঘ) সমাস
১২। অনুসর্গ কী করে?
ক) বিভক্তির কাজ করে খ) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে গ) শব্দের অর্থ পরিবর্তন করে ঘ) শব্দের অর্থ স্পষ্ট করে
১৩। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকতে হবে?
ক) ৩টি খ) ২টি গ) ৪টি ঘ) ৫টি
১৪। ভাষার মূল উপকরণ কী?
ক) বাক্য খ) ধ্বনি গ) শব্দ ঘ) বর্ণ
১৫। ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
ক) গুরুচণ্ডালী খ) দুর্বোধ্যতা গ) উপমার প্রয়োগে ভুল ঘ) আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল
১৬। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
ক) সমাস খ) সন্ধি গ) বাচ্য ঘ) বাক্য সংকোচন
১৭। ‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের?
ক) সাধারণ অতীত খ) নিত্যবৃত্ত অতীত গ) পুরাঘটিত অতীত ঘ) ঘটমান অতীত
১৮। ‘ওখানে যাস না’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক) আদেশ খ) অনুরোধ গ) উপদেশ ঘ) বিধান
১৯। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?
ক) ২০টি খ) ১৮টি গ) ১৯টি ঘ) ২১টি
২০। ‘যা কষ্টে জয় করা যায়’ এক কথায় প্রকাশ কোনটি?
ক) অজেয় খ) বিজেতা গ) বিজয়ী ঘ) দুর্জয়।
সঠিক উত্তর:
১। ক ২। ক ৩। খ ৪। ক ৫। ক ৬। ক ৭। খ ৮। ক ৯। খ ১০। ক ১১। ক ১২। খ ১৩। ক ১৪। ক ১৫। ক ১৬। গ ১৭। ক ১৮। ক ১৯। ক ২০। ঘ।